পিতার মৃত্যুতে কত দিন শোক পালন করবে

পিতার মৃত্যুতে কত দিন শোক পালন করবে? # হাদীস_শরীফে_কী_আছে ? ------------------------------------------------------ ﻋَﻦْ ﺯَﻳْﻨَﺐَ ﺍﺑْﻨَﺔِ ﺃَﺑِﻲ ﺳَﻠَﻤَﺔَ، ﻗَﺎﻟَﺖْ ﻟَﻤَّﺎ ﺟَﺎﺀَ ﻧَﻌْﻰُ ﺃَﺑِﻲ ﺳُﻔْﻴَﺎﻥَ ﻣِﻦَ ﺍﻟﺸَّﺄْﻡِ ﺩَﻋَﺖْ ﺃُﻡُّ ﺣَﺒِﻴﺒَﺔَ ـ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ـ ﺑِﺼُﻔْﺮَﺓٍ ﻓِﻲ ﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟﺜَّﺎﻟِﺚِ، ﻓَﻤَﺴَﺤَﺖْ ﻋَﺎﺭِﺿَﻴْﻬَﺎ ﻭَﺫِﺭَﺍﻋَﻴْﻬَﺎ ﻭَﻗَﺎﻟَﺖْ ﺇِﻧِّﻲ ﻛُﻨْﺖُ ﻋَﻦْ ﻫَﺬَﺍ ﻟَﻐَﻨِﻴَّﺔً، ﻟَﻮْﻻَ ﺃَﻧِّﻲ ﺳَﻤِﻌْﺖُ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳَﻘُﻮﻝُ " ﻻَ ﻳَﺤِﻞُّ ﻻِﻣْﺮَﺃَﺓٍ ﺗُﺆْﻣِﻦُ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻵﺧِﺮِ ﺃَﻥْ ﺗُﺤِﺪَّ ﻋَﻠَﻰ ﻣَﻴِّﺖٍ ﻓَﻮْﻕَ ﺛَﻼَﺙٍ، ﺇِﻻَّ ﻋَﻠَﻰ ﺯَﻭْﺝٍ، ﻓَﺈِﻧَّﻬَﺎ ﺗُﺤِﺪُّ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺭْﺑَﻌَﺔَ ﺃَﺷْﻬُﺮٍ ﻭَﻋَﺸْﺮًﺍ ." হযরত যায়নাব বিন্তে আবূ সালামা রাদিআল্লাহু তা'আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, যখন সিরিয়া হতে আবূ সুফিয়ান (রাঃ)-এর মৃত্যুর খবর পৌছল, তার তৃতীয় দিবসে উম্মু হাবীবা (রাঃ) হলুদ বর্ণের সুগন্ধি আনয়ন করলেন এবং তাঁর উভয় গন্ড ও বাহুতে মথিত করলেন। অতঃপর বললেন, অবশ্য আমার এর কোন প্রয়োজন ছিল না, যদি আমি নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে এ কথা বলতে না শুনতাম যে, স্ত্রীলোক আল্লাহ্ এবং ক্বিয়ামাতের দিবসের প্রতি ঈমান রাখে তার পক্ষে স্বামী ব্যতীত অন্য কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। অবশ্য স্বামীর জন্য সে চার মাস দশ দিন শোক পালন করবে। সহিহ বুখারী, হাদিস নং ১২৮০ হাদিসের মান: সহিহ হাদিস স্বামী ছাড়া অন্য নিকটতম কোনো আত্মীয়ের ইন্তেকালে তিনদিন পর্যন্ত শোক পালন করা সুন্নত... শোক দিবস বা যেকোনো দিবস পালন বলতে ইসলামে কিছু নেই। এরপরও কোন পুরাতন মৃত্যুকে স্মরণ করলে এমন পদ্ধতিতে করা উচিত যাতে মরহুমের ফায়দা হয়। যেমন সূরা-কালাম দোয়া-দরুদ ইত্যাদি পাঠ করে দোয়া করা। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা। গান-বাদ্য বা এমন কোন কাজ করা উচিত নয় যাতে ঈসালে সওয়াবের পরিবর্তে অন্য কিছু হয়ে যায়..

Post a Comment

0 Comments