করোনা কেন এলো?


 সর্বত্র অশ্লীলতা;

ভেবে দেখি করোনা কেন এলো?

-------------------------------------------------

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋُﻤَﺮَ، ﻗَﺎﻝَ ﺃَﻗْﺒَﻞَ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻓَﻘَﺎﻝَ " ﻳَﺎ ﻣَﻌْﺸَﺮَ ﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮِﻳﻦَ ﺧَﻤْﺲٌ ﺇِﺫَﺍ ﺍﺑْﺘُﻠِﻴﺘُﻢْ ﺑِﻬِﻦَّ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﺎﻟﻠَّﻪِ ﺃَﻥْ ﺗُﺪْﺭِﻛُﻮﻫُﻦَّ ﻟَﻢْ ﺗَﻈْﻬَﺮِ ﺍﻟْﻔَﺎﺣِﺸَﺔُ ﻓِﻲ ﻗَﻮْﻡٍ ﻗَﻂُّ ﺣَﺘَّﻰ ﻳُﻌْﻠِﻨُﻮﺍ ﺑِﻬَﺎ ﺇِﻻَّ ﻓَﺸَﺎ ﻓِﻴﻬِﻢُ ﺍﻟﻄَّﺎﻋُﻮﻥُ ﻭَﺍﻷَﻭْﺟَﺎﻉُ ﺍﻟَّﺘِﻲ ﻟَﻢْ ﺗَﻜُﻦْ ﻣَﻀَﺖْ ﻓِﻲ ﺃَﺳْﻼَﻓِﻬِﻢُ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻣَﻀَﻮْﺍ . ﻭَﻟَﻢْ ﻳَﻨْﻘُﺼُﻮﺍ ﺍﻟْﻤِﻜْﻴَﺎﻝَ ﻭَﺍﻟْﻤِﻴﺰَﺍﻥَ ﺇِﻻَّ ﺃُﺧِﺬُﻭﺍ ﺑِﺎﻟﺴِّﻨِﻴﻦَ ﻭَﺷِﺪَّﺓِ ﺍﻟْﻤَﺆُﻧَﺔِ ﻭَﺟَﻮْﺭِ ﺍﻟﺴُّﻠْﻄَﺎﻥِ ﻋَﻠَﻴْﻬِﻢْ . ﻭَﻟَﻢْ ﻳَﻤْﻨَﻌُﻮﺍ ﺯَﻛَﺎﺓَ ﺃَﻣْﻮَﺍﻟِﻬِﻢْ ﺇِﻻَّ ﻣُﻨِﻌُﻮﺍ ﺍﻟْﻘَﻄْﺮَ ﻣِﻦَ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ ﻭَﻟَﻮْﻻَ ﺍﻟْﺒَﻬَﺎﺋِﻢُ ﻟَﻢْ ﻳُﻤْﻄَﺮُﻭﺍ ﻭَﻟَﻢْ ﻳَﻨْﻘُﻀُﻮﺍ ﻋَﻬْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻋَﻬْﺪَ ﺭَﺳُﻮﻟِﻪِ ﺇِﻻَّ ﺳَﻠَّﻂَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻋَﺪُﻭًّﺍ ﻣِﻦْ ﻏَﻴْﺮِﻫِﻢْ ﻓَﺄَﺧَﺬُﻭﺍ ﺑَﻌْﺾَ ﻣَﺎ ﻓِﻲ ﺃَﻳْﺪِﻳﻬِﻢْ . ﻭَﻣَﺎ ﻟَﻢْ ﺗَﺤْﻜُﻢْ ﺃَﺋِﻤَّﺘُﻬُﻢْ ﺑِﻜِﺘَﺎﺏِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻳَﺘَﺨَﻴَّﺮُﻭﺍ ﻣِﻤَّﺎ ﺃَﻧْﺰَﻝَ ﺍﻟﻠَّﻪُ ﺇِﻻَّ ﺟَﻌَﻞَ ﺍﻟﻠَّﻪُ ﺑَﺄْﺳَﻬُﻢْ ﺑَﻴْﻨَﻬُﻢْ " .

হযরত আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন, হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোন জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুসীবত এবং যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি ভু-পৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ সবকিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযীলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেন।

সুনানে ইবনে মাজাহ, হাদীস নম্বর: ৪০১৯

হাদীসের মান: হাসান হাদীস

আল্লাহ তাআলাও কুরআনে বলেছেন:

ﻇﻬﺮ ﺍﻟﻔﺴﺎﺩ ﻓﻲ ﺍﻟﺒﺮ ﻭﺍﻟﺒﺤﺮ ﺑﻤﺎ ﻛﺴﺒﺖ ﺍﻳﺪﻱ ﺍﻟﻨﺎﺱ .

জলে-স্থলে ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মানবজাতির কৃতকর্মের ফলে। (সূরা রূম, আয়াত: ৪১)

অনেকে মনে করেন, করোনা ভাইরাসটি চীনের বা আমেরিকার তৈরি। আল্লার হুকুমে আসেনি। এটা মারাত্মক ভুল ধারণা। দুনিয়া দারুল আসবাব। অতএব, যে কোন জিনিসের বাহ্যিক কোন না কোন ছাবাব (কারণ) তো থাকতেই পারে। তবে এর মা'নবী ও হাকীকী কারণ ওইটাই যেটা কুরআন-সুন্নাহতে বর্ণনা করা হয়েছে। চীনের ল্যাবে তৈরি হয়ে থাকলে, এটা বাহ্যিক ও জাহেরী কারণ মাত্র।

এসব আযাব-গজব আল্লাহ তা'আলার পক্ষ থেকে আসে, আমাদেরকে সতর্ক করার জন্য। যাতে করে আমরা গুনাহ ত্যাগ করি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি।

আবার অনেকে বলেন, এটা যদি আল্লাহর গজব হয়, তাহলে মুসলমানরা আক্রান্ত হয় কেন?

এর উত্তর সরাসরি কোরআনের আয়াতেই দেওয়া হয়েছে। আযাব আসে গুনাহের কারণে। তবে যখন আসে, ভালো খারাপ সবাইকেই স্পর্শ করে। কিন্তু আখেরাতে ভালোর ভালো হিসাবে, খারাপের খারাপ হিসাবে ফায়সালা হবে।

ﻭﺍﺗﻘﻮﺍ ﻓﺘﻨﺔ ﻻ ﺗﺼﻴﺒﻦ ﺍﻟﺬﻳﻦ ﻇﻠﻤﻮﺍ ﻣﻨﻜﻢ ﺧﺎﺻﺔ .

তোমরা ঐ আযাবকে ভয় করো, যা আগমন করলে, শুধুমাত্র অপরাধীদেরকেই স্পর্শ করবে না। (সূরা আনফাল, আয়াত নম্বর: ২৫)

Post a Comment

0 Comments