মসজিদের জায়গায় মসজিদের উন্নয়নের জন্য নিচ তলায় মার্কেট রেখে ২য় তলা থেকে মসজিদ বানানো যাবে কি ন

মসজিদের জায়গায় মসজিদের উন্নয়নের জন্য নিচ তলায় মার্কেট রেখে ২য় তলা থেকে মসজিদ বানানো যাবে কি না? # শরীয়ত_কী_বলে ? ---------------------------------------------- উত্তর: মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে নিচ তলা মসজিদ হিসেবে ব্যবহার করা হলে পরবর্তীতে বহুতল ভবন করার সময় নিচতলা বা অন্য কোনো ফ্লোরে দোকান-পাট করা জায়েয হবে না। তবে জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহারের আগেই যদি নিচের দুই এক তলায় দোকান করার সিদ্ধান্ত থাকে কিংবা ওয়াকফ দলিলেই এমন লেখা থাকে তাহলে তা জায়েয আছে। তদ্রূপ মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মসজিদ নির্মাণের আগে প্রথম থেকেই যদি নিচ তলায় মার্কেট বানানো হয় তবে জায়েয হবে। তবে এসব ক্ষেত্রে জায়েয থাকলেও মসজিদের নিচে দোকান-পাট না করাই উচিত। কেননা, মসজিদ হল সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হল নিকৃষ্টতম স্থান। তাই মসজিদ ভবনে শপিং মল, দোকান-পাট থাকলে মসজিদের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়। তাই মসজিদের আয়ের জন্যও মসজিদের নিচ তলায় দোকান-পাট করা থেকে বিরত থাকা উচিত। প্রয়োজনে আশপাশে অন্যত্র তৈরি করবে। তথ্যসূত্র: ----------------------------------------------------- * সূরা জ্বিন, আয়াত নম্বর: ১৮ * ফাতাওয়ায়ে হিন্দিয়াহ্: ২/৪১৩ * ফাতাওয়ায়ে শামিয়াহ্, ৬/৫৪৮ * ফাতাওয়ায়ে তাতারখানিয়াহ্ ৮/১৬২ * আল মুহীতুল বুরহানি, ৯/১৩০ * তাবয়ীনুল হাক্বায়িক্ব, ৪/২৭১ * ইমদাদুল ফাতাওয়া, ৯/১৮৯ * ফাতাওয়ায়ে মাহমুদিয়াহ্,২১/৪২৮ * ফাতাওয়ায়ে কাসেমিয়াহ্, ১৮/১২৫

Post a Comment

0 Comments